সাইপারমেথ্রিন ও ক্লোরপাইরিফস কীটনাশক

 

পোকাদমনে কার্যকরী সমাধান নিয়ে  বিস্তারিত আলোচনা 


সাইপারমেথ্রিন ও ক্লোরপাইরিফস কীটনাশক



সাইপারমেথ্রিন+ক্লোরপাইরিফস

সাইপারমেথ্রিন গ্রুপের কীটনাশক স্পর্শক,পাকস্থলী এবং ক্লোরপাইরিফস স্পর্শক,পাকস্থলী ও বাস্পীয়গুনসম্পন্ন হওয়ায় দুটির মিশ্রনে ত্রিমুখী কার্যকারীতায় পোকাদমনে দ্রুতকার্যকর। 

সবজির সাদা মাছি,জ্যাসিড,জাবপোকা,ফলছিদ্রকারী পোকা,মাছিপোকা,ধানের মাজরা পোকা,পামরি পোকা,গান্ধী পোকা,বিপিএইচ ইত্যাদির জন্য ১০লিটার পানিতে ১০মিলি হারে একরে ২০০ মিলি,খিরা, শসা, কুমড়ার রেড পামকিন বিটলে একরে ১০০মিলি, আলুর কাটুই পোকার জন্য একরে ৪০০ মিলিলিটার এবং চা এর উইপোকার জন্য ১০লিটারে ৮০ মিলি হারে একরে ১.৬ লিটার ব্যবহার করতে হবে। 

নিচে কীটনাশকের নাম ও কোম্পানীর নাম দেয়া হলঃ-১।নাইট্রো-অটোক্রপকেয়ার২।মিক্সচার-ইষ্ট ওয়েষ্ট৩। সার্টার- রেভেন৪। এসিমিক্স-এসিআই৫। সোলার-করবেল৬। সাইপারফস-ম্যাকডোনাল্ড ইত্যাদি। 

Next Post
No Comment
Add Comment
comment url